Skip to content
গণেশ আরাধনায় মেতে উঠলো বাইপাসের ধারে আরবানা কমপ্লেক্স

গণেশ আরাধনায় মেতে উঠলো বাইপাসের ধারে আরবানা কমপ্লেক্স

 

অন্যান্য বছরের মতোই গণেশ আরাধনায় মেতে উঠলো বাইপাসের ধারে আরবানা কমপ্লেক্স।অবশ্য কোভিডবিধি মেনে ,মুখে মাস্ক এঁটেই উপস্থিত ছিলেন বাসিন্দারা।অভিনেতা অরিন্দম শীল জানান “প্যানডেমিকের সময়ে দীর্ঘ সামাজিক দূরত্বের পরে একটু একটু করে ছন্দে ফিরছে সবকিছু।সবাই একসঙ্গে আনন্দ করছেন ,আড্ডা দিচ্ছেন অনেক দিন পরে ,এটা তিনি খুব আনন্দিত” ।আরেক বাসিন্দা অভিনেত্রী মালবিকা ব্যানার্জী এবং সদ্য বঙ্গশিরোমণি সম্মানে সম্মানিত শিল্পী কমলিকা ভট্টাচার্য জানান তাঁরা খুবই আনন্দ করছেন এই পুজোর অনুষ্ঠানে এবং গণপতি বাপ্পার কাছে প্রার্থনা করেন যাতে এই খারাপ সময় কেটে যায় খুব তাড়াতাড়ি।

Leave a Reply

error: Content is protected !!