বাড়ি ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে আয়কর দপ্তর কোনও বেআইনি অর্থ পায়নি বলে দাবি জাকির হোসেনের
নিজের বাড়ি এবং ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো থেকে আয়কর দপ্তর কোনও বেআইনি অর্থ পায়নি বলে বৃহস্পতিবার দাবি করলেন রাজ্যের শ্রমদপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন।
বুধবার সকাল সাড়ে দশটা থেকে রাত প্রায় সাড়ে সাতটা পর্যন্ত জাকির হোসেনের বাড়ি এবং কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকেরা। এরপর বাড়ি থেকে বার হয়ে এসে জাকির হোসেন দাবী করেন তিনি আয়কর দপ্তরের আধিকারিকদের তদন্তে সহযোগিতা করেছেন।
কিন্তু সূত্রের খবর জাকির হোসেনের বাড়ি থেকে বার হয়ে আয়কর দপ্তরের একাধিক আধিকারিক রাত প্রায় সাড়ে তিনটে পর্যন্ত তৃণমূল বিধায়কের শিব রাইস মিলে অভিযান চালায়। সূত্রের খবর সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। আয়কর দপ্তর সূত্রে জানা গেছে জাকির হোসেনের বাড়ি থেকে নগদ প্রায় দু কোটি টাকা এবং তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নগদ প্রায় নয় কোটি টাকা উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জাকির হোসেন দাবি করেন আয়কর দপ্তর যে টাকা উদ্ধার করেছে তার মধ্যে এক টাকাও বেআইনি নয়।
জাকির হোসেন বলেন,' আমার কাছে প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করে। আমার বিভিন্ন রকমের ব্যবসাও রয়েছে। কৃষিক্ষেত্রের যে ব্যবসার সাথে আমি জড়িত সেখানে সমস্ত লেনদেন নগদে হয়। এর পাশাপাশি শ্রমিকদের বেতনও নগদে দিতে হয়। সেকারণেই রাইস মিলে কিছু নগদ টাকা রাখা ছিল। ওই টাকার একটা অংশ যারা ধান বিক্রি করেছিল তাদেরও প্রাপ্য।'
তিনি দাবি করেন ,'আমার বাড়ি থেকে যত টাকা নগদ উদ্ধার হয়েছে তার অনেকটাই মহিলাদের জমানো টাকা। এর পাশাপাশি নিরাপত্তার কারণে শ্রমিকদের বেতনের কিছু টাকাও আমার বাড়িতে রাখা ছিল। আয়কর দপ্তরের আধিকারিকদেরকে সমস্ত কাগজপত্র দেখালেও তারা আমার দাবির সত্যতা মানতে চাননি এবং কিছু টাকা 'সিজ' করেছেন।' তবে জাকির হোসেন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বলতে পারেননি মোট কত টাকা তাঁর বাড়ি ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে 'সিজ' হয়েছে।