তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে মালদা থেকে কলকাতা পায়ে হেঁটে অতিক্রম করছে এক যুবক

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে মালদা থেকে কলকাতা পায়ে হেঁটে অতিক্রম করছে এক যুবক

Reported By:- Binoy Roy

YouTube Link:-  https://youtu.be/D8NwohUMeps

কাঁধে শুধু মাত্র একটি ব্যাগ,সঙ্গে তৃণমূলের পতাকা। জাতীয় সড়ক ধরে হেঁটে চলেছে ছেলেটি। তার গন্তব্য কলকাতা। গত ১৫ আগষ্ট মালদার ইংরেজবাজারের বাসিন্দা সাহিল তার বাসস্থান থেকে যাত্রা শুরু করে। আগামী ২৯ আগষ্ট কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র সমাবেশ, সাহিল পায়ে হেঁটে সেখানে পৌঁছাবে। দলের ছাত্র সংগঠনের প্রতি তার আবেগ ভালোবাসা তাকে উদ্যাম জুগিয়েছে। তাই সে এই সিধান্ত নিয়ে বেরিয়ে পড়েছে। শুক্রবার সে বহরমপুর শহরে এসে পৌঁছায়। তাকে স্বাগত জানিয়েছেন দলের নেতৃত্বরা।

Leave a Reply

error: Content is protected !!