গভীর রাতে হুড়মুড়িয়ে ধসে পড়লো একাধিক বাড়ির দেওয়াল। ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা রাতভর জেগে রয়েছেন আতঙ্কে। এ-কোনো বন্যা, ভাঙন বা ভুমিকম্প নয়। পাড়ায় নতুন ফ্ল্যাট তৈরির কারণে এই দুর্ঘটনা। বহরমপুর শহরের জর্জকোর্ট মোড় সংলগ্ন এলাকার ঘটনা। নিয়ম বহির্ভূত ভাবে মাটি কাটার কারণে একে একে ধসে পড়ছে আশপাশ বাড়ির দেওয়াল। এই বিষয়ে অভিযোগ জানানো হলেও তাতে কোনোরকম কর্ণপাত করতে চাইছেন না প্রমোটাররা। গভীর রাতের এই ঘটনায় স্থানীয় বিডিও ও থানার আই সি কে জানানো হলেও ঘটনাস্থলে তারা কেউই আসেননি এখনও পর্যন্ত বলে অভিযোগ। নিয়ম বহির্ভূত অর্থাৎ বে আইনি ভাবে সারা শহর জুড়ে এই সমস্ত ফ্ল্যাট তৈরির কাজ চলছে বহরমপুর পৌরসভার অনুমতিতে বলে অভিযোগ স্থানীয় মানুষজন ও ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের।