গয়েশপুর পৌর এলাকায় “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবিরের সফল আয়োজন

গয়েশপুর পৌর এলাকায় “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবিরের সফল আয়োজন

Reported BY:- Binoy Roy

বুধবার কল্যাণী বিধান সভার গয়েশপুর পৌর এলাকার ১৩ নং ওয়ার্ডে “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবিরের আয়োজন করা হয়। পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জী এবং তার দলে অন্যান্য কর্মীরা এই শিবিরের মূল উদ্যোক্তা ছিলেন। সকাল থেকেই শিবিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়, যেখানে স্থানীয়রা তাদের সমস্যা ও দাবি তুলে ধরতে উপস্থিত হন।সুশোভিত পরিবেশে সাজানো শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্লাকার্ড দিয়ে ক্যাম্পের চারপাশকে সাজিয়ে তোলা হয়। এই ধরনের ক্যাম্পের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও তাদের চাহিদা পূরণের চেষ্টা করা হয়।শিবিরের আয়োজকরা জানান, “আমাদের পাড়া, আমাদের সমাধান” মূলত জনগণের সমস্যা সমাধানের জন্য অনুষ্ঠিত হয়েছে এবং এটি একটি নতুন ধরনের জনসংযোগের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর এক মাধ্যম হিসেবে কাজ করছে। গয়েশপুরের এই উদ্যোগ অন্যান্য এলাকায়ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

Leave a Reply

error: Content is protected !!