খুন করে গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ি লোকজনের বিরুদ্ধে। মৃত ওই ব্যক্তির নাম শরিফুল ইসলাম বয়স আনুমানিক ৩৪ বছর। ঘটনাটি ঘটেছে ডোমকলের মুরারীপুর বণিক পাড়া এলাকায়, তার বাড়ি উত্তর গরিবপুর। আজ সকালে শরিফুল ইসলামকে কাঁঠাল গাছে ঝুলতে দেখে স্থানীয়রা তারপরেই তাকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন, পরবর্তীতে ওই মৃতদেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। তবে শরিফুল ইসলামকে খুন করার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনা চাঞ্চল্য ছাড়াই এলাকায়।