Reported By:- Masud Rana
রানিতলা থানার গাইন পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বাসিন্দারা রাস্তার অভাবে চরম ভোগান্তির শিকার হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, তারা একাধিকবার এলাকার মেম্বার, প্রধান এবং বিডিও-কে বিষয়টি জানালেও কোন কর্ণপাত করা হয়নি।”নির্বাচনের সময়ে আমরা তাঁদের দেখতে পাই, কিন্তু এখন তিনারা কোথায়?” এক বাসিন্দা অভিযোগ করে বলেন। রাস্তার অভাবে ব্যবসায়ীরা শান্তি পাচ্ছেন না এবং চলাফেরায় অনেক সমস্যা ভুগতে হচ্ছে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাস্তা খারাপ থাকার কারণে তাঁদের ব্যবসায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। “প্রতিদিন আমাদের এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়, কিন্তু রাস্তার অবস্থা এমন যে, আমাদের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে,” বলেন একজন স্থানীয় দোকানদার।এ বিষয়ে এলাকাবাসীরা আরও বলেন, “আমরা আশা করি, কর্তৃপক্ষ আমাদের সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করবেন।” যদিও এলাকাবাসীর ক্ষোভ ও অসন্তোষ স্পষ্ট, প্রশ্ন হচ্ছে, কর্তৃপক্ষ কি তাদের দীর্ঘদিনের দাবি মেনে নেবেন?