গাছেরও প্রাণ আছে। ছোট থেকেই এই কথাটা শুনে বড় হয়েছি আমরা। শুধু প্রাণ নয়। গাছের কিন্তু নিজের ইচ্ছেও আছে। হয়তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হয় তাকে, খুশি মতো নড়াচড়া করাও উপায় নেই। কিন্তু যন্ত্রণায় সাড়া দেয় গাছ। ব্যথা পেলে তীব্র আর্তনাদ করে, অবহেলায় হাউহাউ করে কাঁদে (Plants cry)। গাছের সেই কান্না শুনেছেন বিজ্ঞানীরা।
যন্ত্রণা হলে বা ব্যথা পেলে নানারকম শব্দ করে গাছ (Plants cry)। এক একবার এক একরকমভাবে শব্দ করে। এমনকি টানা ১০ থেকে ১২ বার আর্তনাদ করে। মানুষ যেমন ব্যথা পেলে কঁকিয়ে ওঠে, গাছও ঠিক এমনই। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গাছের কান্না ও আর্তনাদের শব্দ শুনেছেন স্কুল অব প্ল্যান্ট সায়েন্ট অ্যান্ড ফুড সিকিউরিটির গবেষক ড. লিলাচ হাডনি। অত্যাধুনিক মাইক্রোফোনে শব্দের কম্পাঙ্ক রেকর্ড করে তিনি শুনেছেন, গাছের আর্তনাদ। কী প্রচণ্ড যন্ত্রণা পেলে এমন হৃদয়বিদারী আর্তনাদ বের হতে পারে, তা শুনে স্তম্ভিত বিজ্ঞানীরা।