গাজন উৎসব উপলক্ষে মরার খুলি নাচানোর সময় কান্দি রুদ্রদেব মন্দিরে দুই মহিলার চুলোচুলি

গাজন উৎসব উপলক্ষে মরার খুলি নাচানোর সময় কান্দি রুদ্রদেব মন্দিরে দুই মহিলার চুলোচুলি

Reported By:- Masud Rana

কথাই আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট তবে এক্ষেত্রেও ঠিক তাই হল মুর্শিদাবাদের কান্দি শহরের ৭০০ বছরের প্রাচীন রুদ্রদেব মন্দিরের গাজন উৎসব উপলক্ষে মরার খুলি নাচানোর সময় বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল কান্দির রুদ্রদেব মন্দির। বৃহস্পতিবার সকালে মরার খুলি নাচানো দেখতে এসেছিল দুই মহিলা তখনই তাদের মধ্যে কোন একটি বিষয় নিয়ে বচশা তৈরি হয়। পরে সেই বচসা চুলোচুলিতে রূপ নেয়। চর, থাপ্পর, কিল, ঘুসি সবই চলে দুই মহিলার মধ্যে তবে ওই দুই মহিলার নাম এবং পরিচয় এখনো ঠিক জানা যায়নি। মন্দিরে উপস্থিত ভক্তরা তাদের চুলোচুলি কোনক্রমে থামিয়ে দেন তবে প্রশ্ন একটা থাকছে গাজন উৎসব উপলক্ষে প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা মেনে যখন মরার খুলি নাচানো হচ্ছে মন্দিরের ভিতরে, হাজার হাজার দর্শনার্থী ভিড় জমিয়েছে সেই মরার খুলি নাচানো দেখতে তখন পুলিশ মন্দিরের ভিতরে না থেকে কেন বাইরে ছিল। যদি মন্দিরের ভিতরে পুলিশ থাকতো তাহলে হয়তো গাজন উৎসবের দিন সকালে এই ছবি বাংলার মানুষকে দেখতে হত না।

Leave a Reply

error: Content is protected !!