28 শে নভেম্বর ইউনিভার্সাল ইসলামিক অর্গানাইজেশন এর উদ্যোগে সাগরদিঘির কাবিলপুর রঞ্জিতপুর বেগম জাহানারা মেমোরিয়াল গার্লস মাদ্রাসায় একটি বর্ণাঢ্য সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। এই সভায় তিনজন ডাক্তার, দুজন হবু ডাক্তার, দুজন সংগীতশিল্পী, 5 জন কবি-লেখক ও শিক্ষক সহ 10 জন সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, আলোচনা ও সংগীত পরিবেশিত হয়। আলোচনায় বর্তমান সমাজের অবক্ষয়ের চিত্র টি তুলে ধরেন আলোচকরা। গুণীজনদের সম্বর্ধিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজ বার্তা সম্পাদক মোহাম্মদ মোস্তফা সেখ।