গুলি করে খুন এক  তৃণমূল সমর্থককে

গুলি করে খুন এক তৃণমূল সমর্থককে

Reported By : Masud Rana
৭ ই এপ্রিল , শুক্রবার, নদীয়ায় সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই গুলি করে খুন হতে হল এক তৃণমূল সমর্থককে । ঘটনা নদীয়ার হাঁসখালীর ছোট চুপরি বাজারে । স্থানীয় সূত্রে খবর, বড় চুপড়ির বাসিন্দা আহমদ আলী বিশ্বাস ছোট চুপরি বাজারে সকালে বাজার করতে যায় । সেই সময় দুটি মোটরসাইকেল এসে তার পাশে দাঁড়ায় এবং কথা কাটাকাটি হয় । এরপর মোটরসাইকেলে আশা দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি করতে শুরু করে আহমেদ মন্ডলের উপর । তারপরই মাটিতে লুটিয়ে পড়ে ওই তৃণমূল সমর্থক। তড়িঘড়ি স্থানীয়রা ওই ব্যক্তিকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে । ঘটনাস্থলে পৌঁছেছে হাঁসখালি থানার বিশাল পুলিশ বাহিনী । কি কারনে গুলি করা হলো ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করছে পুলিশ। যদিও সাত সকালে প্রকাশ্যে বাজারে গুলি চালানোর ঘটনায় আতঙ্কে এলাকাবাসীরা ।

Leave a Reply

error: Content is protected !!