রবিবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের শ্রীকৃষ্ণপুর লবতলাপাড়া পাড়া এলাকায় আসেন পুলিশ। মাঠের একটি ঝোপ থেকে একটি জার উদ্ধার হয়। পুলিশের অনুমান ঐ জারে বোমা রয়েছে। সেই জার দেখে সন্দেহ হ ওয়াতেই সারারাত ধরে ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয় বোম ডিষ্পোজাল ষ্কোয়ার্ডকে। পুলিশ এখনো জানেনা ঐ জারে কি রয়েছে। যদি বোমা থেকেও থাকে তাহলে কত বোমা রয়েছে তা ষ্পষ্ট হবে বোম ডিষ্পোজাল ষ্কোয়ার্ড আসার পর। আর ঐ ঘটনায় রিতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।