Skip to content
গোপন সূত্রের ভিত্তিতে চালানো অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

গোপন সূত্রের ভিত্তিতে চালানো অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

Reported By :- Masud Rana

২২.০১.২০২৫ তারিখে অর্থাৎ গতকাল বুধবার আনুমানিক রাত ১০.৩০ মিনিটে জলঙ্গি থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার অন্তর্গত সরকারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেন,পুলিশ সুত্র অনুযায়ী ধৃত বেক্তিদের নাম ১- ফিরদৌস মণ্ডল যার বয়স ২৮ বছর, তার পিতার নাম সুকুর মণ্ডল ২-সাদ্দাম বিশ্বাস যার বয়স ২২ বছর, তার পিতার নাম মুজাম বিশ্বাস ৩-দীপু বিশ্বাস যার বয়স ৩০ বছর,তার পিতার নাম মৃত আব্দুল বিশ্বাস । পুলিশ সুত্রে এও যানা যাই যে ধৃত বেক্তিদের বাড়ি, চরপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুস্তিয়া, বাংলাদেশ । ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়  দুটি প্লাস্টিকের বস্তায় ২৯৭ বোতল ফেনসিডিল ও ৮ কেজি ২২৪ গ্রাম গাঁজা । ধৃত বেক্তিদের আপাতত পুলিসি হেফাজতে রাখা হয়েছে । এই পাচার কারিদের আটক করার জন্য জলঙ্গি থানার পুলিশ একটি দৃষ্টান্তমূলক নজির স্থাপন করেছে বলে মনে করা হই ।

Leave a Reply

error: Content is protected !!