REPORTED BY:- BINOY ROY
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার সকালে ভরতপুর থানার ওসি রাজু মুখার্জির উদ্যোগে এলাকার ইমাম, বিশিষ্টজন ও ভরতপুর ১ নম্বর ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে বৈঠক হল ভরতপুর থানা চত্ত্বরে। এদিনের বৈঠিকে উপস্থিত হয়েছিলেন, সালারের সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ সহ ব্লক ও থানার একাধিক আধিকারিক। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ইমাম সহ এলাকার মানুষজনের কাছে স্বাস্থ্য বিধিকে মান্যতা দিয়ে ঈদুল ফিতর উৎসব যাতে এলাকার মানুষ সামিল হয় এবং দুর্ঘটনা এড়াতে ঈদের দিন মোটর বাইক ধীর গতিতে ও সাবধানে চালাই সেই আবেদন করা হয়। এদিনের বৈঠক শেষে কি জানিয়েছেন উপস্থিত ইমামরা আসুন শুনে নেওয়া যাক।