Skip to content
ঘরের ভিতরে স্বামী স্ত্রীর জোড়া মৃতদেহ

ঘরের ভিতরে স্বামী স্ত্রীর জোড়া মৃতদেহ

Reported By : Binay Roy
১৫ ই নভেম্বর, বুধবার, মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর কলিকাহারা এলাকায় সাতসকালে জোড়া মৃত দেহ ঘিরে চাঞ্চল্য , কি দুঃখজনক ঘটনা, ঘরবন্দী অবস্থায় ঘরের ভিতরে স্বামী স্ত্রীর জোড়া মৃতদেহ, স্ত্রীর দেহ ঝুলন্ত অবস্থায় এবং স্বামীর দেহ সাট হয়ে পড়ে রয়েছে ঘরের মেঝেতে। ওই মৃত দুই ব্যক্তির নাম আলমগীর সেখ বয়স আনুমানিক ২৫ বছর ও জলি বিবি বয়স আনুমানিক ২১ বছর।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর কলিকাহারা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জানালা দরজা বন্ধ করা ঘরের মধ্যে দম্পত্তির মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়, জানাযায় বছর পাঁচেক আগে বিয়ে হয় ওই দম্পতির, ওই পাঁচ বছরের মধ্যে স্বামী-স্ত্রীর সঙ্গে মনমালিন্য কখনোই দেখতে পাননি স্থানীয়রা, আজ হঠাৎ কি কারণে এই আত্মহত্যা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। স্বামী-স্ত্রীর জোড়া দ্রুত দেহ দেখে হতবাক এলাকার মানুষ। তার পরেই খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। খুন নাকি আত্মহত্যা সেটা এখনো স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছিয়েছে পুলিশ এবং পুরো বিষয় তদন্ত করছে।

Leave a Reply

error: Content is protected !!