Skip to content
ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বহরমপুরে

ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বহরমপুরে

মৃত যুবকের নাম মোদ্দাসির সেখ। শুক্রবার বহরমপুর থানার অযোধ্যানগর এলাকার ভাড়া বাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের পরিবার সূত্রে খবর বহরমপুর থানার পোল্লাডাঙ্গার বাসিন্দা ছিল মোদ্দাসির। সুদে টাকা লেনদেনের ব্যবসা ছিল তার। বেশ কিছুদিন ধরে  বহরমপুর থানার অযোধ্যানগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত ওই যুবক। ঈদের ২ দিন আগে থেকে পরিবারের লোকজন মোদ্দাসিরকে ফোন করলে মোদ্দাসির ফোন ধরেনি। আজ স্থানীয়রা এলাকায় দুর্গন্ধ পেলে বাড়ির মালিককে ডেকে ভাড়াটিয়ার খবর নিতে বলে। বাড়ির মালিক ঘরের জানালা দিয়ে দেখে ভাড়াটিয়া যুবকের দেহ মৃত অবস্থায় ঝুলছে। বহরমপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের পরিবারের অভিযোগ ব্যবসা সংক্রান্ত কারনেই মোদ্দাসিরকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!