Skip to content
ঘাট পরিদর্শন করে নতুন কর্তৃপক্ষের হাতে মালিকানা তুলে দেয় বহরমপুরের আধিকারীকেরা

ঘাট পরিদর্শন করে নতুন কর্তৃপক্ষের হাতে মালিকানা তুলে দেয় বহরমপুরের আধিকারীকেরা

Reported By : Binay Roy
২৩ শে মার্চ , বৃহস্পতিবার , বহরমপুরের রাধারঘাট, গোয়ালজান, নিয়াল্লিস পাড়া সহ মোট পাঁচটি ফেরীঘাটের ডাক হয়েছিল গত বছরের নভেম্বর মাসে। সমস্ত তথ্য সহ অগ্রিম 10 শতাংশ টাকাও জমাকরে। তবুও ঘাটের মালিকানা ছরতে নারাজ পুরনো কতৃপক্ষ। মালিকানা না পাওয়ায় প্রশাসনের দারস্থ হয় নতুন ঘাটে মালিক পক্ষ। অবশেষে আজ বহরমপুরের এস ডি ও প্রভাত চ্যাটার্জি ও বহরমপুর থানার আই সি সহ, বি এল আর ও অধিকারীকেরা ঘাট পরিদর্শন করে নতুন কর্তৃপক্ষের হাতে মালিকানা তুলে দেয়।

Leave a Reply

error: Content is protected !!