ঘুড়ি উড়িয়ে প্রচার  “CHILD LINE 1098” লোগো

ঘুড়ি উড়িয়ে প্রচার “CHILD LINE 1098” লোগো

Reported By:- Masud Rana

মুর্শিদাবাদের ডোমকলে শিশু নির্যাতন রুখতে CHILD LINE 1098 লোগোর ঘুড়ি উড়িয়ে প্রচার হলো শনিবার ডোমকল জনকল্যাণ মাঠে। 14 নভেম্বর গোটা দেশে শিশু দিবস পালন করা হলেও সমাজের বহু শিশু এখনো নির্যাতিত। আলোর সমাজে নয়, তারা দিন কাটাচ্ছে অন্ধকার সমাজে। তাদের জন্য বিশেষ প্রচার অভিযান করেন ডোমকল শিশু বিকাশের একটি প্রতিনিধি দল। সমাজের কোনো শিশু যদি বিপদে পড়ে যেমন বাল্য বিবাহ, শিশু শ্রমিক, শিশু পাচার ইত্যাদি সমস্যায় 1098 কল করার আহ্বান জানান তারা আজকের এই অভিযানে। প্রতিবারের মতো 14 থেকে 21 নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।

Leave a Reply

error: Content is protected !!