Skip to content
চিকিৎসক এবং নার্সিংহোমের গাফিলতির কারণে প্রাণ হারালো ২৫ বছর বয়সী যুবক

চিকিৎসক এবং নার্সিংহোমের গাফিলতির কারণে প্রাণ হারালো ২৫ বছর বয়সী যুবক

Reported By:- Masud Rana

সাগরদিঘী থেকে আবারো উঠে এল একটি মর্মান্তিক খবর। ২৫ বছর বয়সী পরিযায়ী শ্রমিক ইঞ্জামুল হক, যিনি পরিবারের একমাত্র ছেলে ছিলেন, চিকিৎসার গাফিলতির ফলে প্রাণ হারিয়েছেন। তার মৃত্যুতে পুরো এলাকা শোকাহত হয়ে পড়েছে। ইঞ্জামুল, যিনি পড়াশোনা শেষ করে বাংলায় কাজ না পেয়ে রাজমিস্ত্রীর কাজে ব্যাঙ্গালোরে পাড়ি জমান, সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যদের অভিযোগ, তাকে ভর্তি করা হয় একটি স্থানীয় নার্সিংহোমে, যেখানে চিকিৎসায় গাফিলতির কারণে তার অকাল মৃত্যু ঘটে। ইঞ্জামুলের বাবা-মা, যাদের ২৫ বছরের বিবাহিত জীবনে তিনি একমাত্র সন্তান, এখন রুজি-রোজগারের একমাত্র ভরসা হারিয়ে ফেলেছেন। এলাকাবাসীর মতে, ইঞ্জামুলের মৃত্যু শুধু তার পরিবারেই নয়, গোটা সাগরদিঘী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখন প্রশ্ন উঠছে, কীভাবে এমন অকাল মৃত্যু ঘটলো? চিকিৎসা সংক্রান্ত গাফিলতিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইঞ্জামুলের পরিবার। চিকিৎসার মান এবং নার্সিংহোমগুলোর প্রতি নজরদারির অভাব আজকের এই ঘটনা হতে পারে পরবর্তী প্রজন্মের জন্য এক সতর্কবার্তা।

Leave a Reply

error: Content is protected !!