Skip to content
চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যু

চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যু

Reported By:-  Masud Rana

নবজাতকের মৃত্যু চিকিৎসার গাফেলতের অভিযোগে উত্তাল ইসলামপুর গ্রামীণ হাসপাতাল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমা ইসলামপুর থানা এলাকায়। অভিযোগ, শামীমা বিবি নামের এক প্রসূতি মহিলা নিজের প্রসাব যন্ত্রণা নিয়ে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে আসেন। তবে লেবার রুমে গিয়ে দেখামেলেনি চিকিৎসকের। এমনকি সেখানে নেই কর্তব্যরত সবিকাও। প্রসূতি মহিলার এক আত্মীয় নিজেই তার বাচ্চা প্রসব করিয়েছেন এমনই অভিযোগ। প্রসবের পর কোন রকম চিকিৎসা না করে ১৫ মিনিটের মধ্যে ১২ কিমি দুরুত্বের ডোমকল হাসপাল পৌঁছাবার নির্দেশ দিয়ে স্থানান্তর করে দেওয়া হয় প্রসূতিকে। সেখানে পৌঁছালে চিকিৎসক নবজাত কে মৃত বলে ঘোষণা করেন। আর তার পরই উত্তাল হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতাল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে আসসে ইসলামপুর থানার পুলিশকর্মীরা এবং পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন।

Leave a Reply

error: Content is protected !!