Skip to content
চক ইসলামপুর এস সি এম হাই স্কুলে এই প্রথম আয়োজিত হল প্রাক্তনী পুনর্মিলন

চক ইসলামপুর এস সি এম হাই স্কুলে এই প্রথম আয়োজিত হল প্রাক্তনী পুনর্মিলন

Reported By : Masud Rana ২৩ শে জানুয়ারি, সোমবার, ইসলামপুরে ১৪৬ বছরের প্রাচীন চক ইসলামপুর এস সি এম হাই স্কুলের ১৯৯৫ ব্যাচের ক্লাস ফাইভ ও ২০০১ ব্যাচের মাধ্যমিকের ছাত্ররা সম্মিলিত চেষ্টায় সফল ভাবে প্রথম বছরের প্রাক্তনী পুনর্মিলন আয়োজন করল। মুর্শিদাবাদের সিল্ক-খাদির তালুক ইসলামপুরের প্রাচীন এই বিদ্যালয়ের ১৯৮৩ সালের মাধ্যমিকের ব্যাচের অগ্রজেরা অনিয়মিত ভাবে বহরমপুরে পুনর্মিলন আয়োজন করলেও এই প্রথম ইসলামপুরে এধরনের আয়োজন করা হল। বন্ধুত্ব হোক শাশ্বত- এই স্লোগান তুলে রবিবার ২২ শে জানুয়ারি ইসলামপুরের গোয়াস কিষানমাণ্ডি সংলগ্ন এলাকায় মনোরম পরিবেশে মিলিত হন এলাকার তরুনেরা। প্রায় ২২ বছর পর একে অপরের সাথে মিলিত হয়ে যেমন অতীতের তিক্ত-মধুর ও মজার স্মৃতি চারণ করলেন প্রাক্তনেরা তেমনি দেখা গেল নিবিড় সম্প্রীতির উদযাপন ও সৌহার্দের আলিঙ্গন। আগামীতে অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার অঙ্গীকার বদ্ধ হলেন ইসলামপুর হাইস্কুলের ওই প্রাক্তনীরা।

Leave a Reply

error: Content is protected !!