শনিবার সিউড়ি এস পি মোড়ের কাছে একটি বাইক নিয়ে এক যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় বামদেব ক্লাবের সামনে হঠাৎ সেই মোটর বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। স্টার্ট বন্ধ হতেই হঠাৎ ওই মোটরবাইক থেকে ধুমো বের হতে শুরু করে। তারপরেই আগুন ধরে যায় মোটরবাইকে। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সম্ভব হয়নি। অবশেষে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভায়। তবে ততক্ষণে সেই মোটরবাইক পুড়ে ছাই হয়ে গিয়েছে।