চল্লিশা মহরম খেলা

চল্লিশা মহরম খেলা

Reported By : মোহাম্মদ জাকারিয়া
৮ ই সেপ্টেম্বর, শুক্রবার, উত্তর দিনাজপুরের করণদিঘীর রসাখোয়া ফুটবল মাঠে চল্লিশা মহরম খেলার আয়োজন করা হয় শুক্রবার । এদিন মালদা, সহ বিভিন্ন জায়গায় থেকে লাঠি খেলার টিম খেলায় অংশগ্রহণ করে।

প্রতি বছরের মতো এই বছরেও রসাখোয়া চল্লিশা মহরম কমিটির উদ্যোগে শুক্রবার চল্লিশা মহরম খেলার আয়োজন করা হয়। জানা গেছে পার্শ্ববর্তী মালদা জেলার পঞ্চানন্দপুর থেকে আগত লাঠি খেলা দলের অনুষ্ঠান এবারের বিশেষ আকর্ষণ। এই দিনের মহরম খেলায় কাতারে কাতারে মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

উপস্থিত এলাকার বিশিষ্ট সমাজসেবী সেখ সামসুল। চল্লিশা মহরম কমিটির সম্পাদক মাইনুল হক, সভাপতি ইজাহার হুসেন, কোষাধ্যক্ষ মসিউর রহমান, জেলা পরিষদের প্রাক্তন সদস্য মোহন লাল সিংহ, বিশিষ্ট সমাজসেবী আবদুল ওয়াহাব। সহ আরো অনেকেই। চল্লিশা মহরম কমিটির সম্পাদক মাইনুল হক জানিয়েছেন এদিন মালদা জেলার পঞ্চানন্দপুর থেকে আগত টিম খেলায় অংশগ্রহণ করে। সমাজসেবী সেখ সামসুল জানিয়েছেন প্রতি বছরের ন্যায় এই বছরেও রসাখোয়াতে চল্লিশা মহরম খেলার আয়োজন করা হয়।

Leave a Reply

error: Content is protected !!