শনিবার বহরমপুর থানার চালতিয়া বিল সংলগ্ন রাস্তার ধারে অবৈধ্য ভাবে বিল ভরাট করার অভিযোগ সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মী গজধরপাড়ার বাসিন্দা কাবাতুল্লা সেখ ও তার সঙ্গীসাথীদের বিরুদ্ধে। ভাকুড়ি মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান বিনয় হালদার জানিয়েছেন, এই বিলে মৎস চাষের সঙ্গে জড়িত প্রায় ১০০ টি পরিবার। এই বৃহৎ বিলের মাছের উপর নির্ভর করে আছে মৎসজীবিদের পরিবার। আস্তে আস্তে বিল ভরাট হয়ে যাচ্ছে। তাই আর যাতে এই বিল ভরাট না হয় তার জন্য মৎসজীবিরা একত্রিত হয়ে এর প্রতিবাদ করে। অন্যদিকে জলাভূমি রক্ষাকমিটির সদস্যরাও এর বিরুদ্ধে রাস্তায় নামার আশ্বাস দিয়েছে। বিল ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। পুলিশ আসার পরেই অভিযুক্তরা পলাতক।