চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

চেন্নাইয়ে কাজের উদ্দেশ্যে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন হরিহরপাড়ার এক পরিযায়ী শ্রমিক। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫০ বছর বয়সী আতা হোসেন সেখ। তিনি মুর্শিদাবাদের রায়পুর পঞ্চায়েতের নিয়মাতপুরের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, শষ্যের খোঁজে চেন্নাই যান আতা হোসেন, কিন্তু সেখানে একটি ছয় তলার ভবনের লিফট থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। মাথায় মারাত্মক আঘাত পাওয়া আতা হোসেন দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়।আতার মৃত্যুর খবর গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে অশ্রু ঝরে পড়ছে। আতা ছিলেন চার কন্যার জনক এবং পরিবারটির একমাত্র উপার্জনকারী। তিনিই ছিলেন সংসারের ভরসা, যার উপর নির্ভরশীল ছিল পুরো পরিবার।ময়নাতদন্তের পরে তাঁর মৃতদেহ গ্রামের উদ্দেশ্যে রওনা হবে বলে জানা গেছে। পরিবার এবং গ্রামবাসীরা এখন সেই খবরের অপেক্ষায় রয়েছেন। শোকের আবহে ডুবে আছে নিয়মাতপুর।

Leave a Reply

error: Content is protected !!