চোর ধরো জেল ভরো প্রস্তুতি সভায় বড়ঞাতে দিলীপ ঘোষ

চোর ধরো জেল ভরো প্রস্তুতি সভায় বড়ঞাতে দিলীপ ঘোষ

Reported By: Binoy Roy

YouTube Link: https://youtu.be/Q7Nb77pJVkU

চোর ধরো জেল ভরো প্রস্তুতি সভায় বড়ঞাতে দিলীপ ঘোষ

চোর ধরো জেল ভরো এই শ্লোগান কে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। আর তার আগে প্রস্তুতি সভার আয়োজন করা হল মুর্শিদাবাদে। সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত পাঁচথুপিতে একটি জনসভা করলেন বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে বলেন, যেদনি দিদি কে ডাকবে সেদিন লালু প্রসাদ যাদব হয়ে যাবে। শিক্ষকদের আন্দোলন নিয়ে বলেন, লোক দেখানো দেখিয়ে কোন লাভ নেই। সমাজে চাকরি দিন বেতন দিন।

মালদার গাজোলে টাকা উদ্ধার নিয়ে বলেন, সিবিআই ইডি সব টাকা তুলে নিচ্ছে তাই আজকে ইডি ও সিবিআই তৎপরতা গ্রহণ করেছে।
আজকে দোষ করা হচ্ছে কেন, সিন্ডিকেট থেকে গরু পাচার টাকা কেন বলা হচ্ছে না কেন বলে প্রশ্ন চিহ্ন করেন দিলীপ ঘোষ।

Leave a Reply

error: Content is protected !!