ছাগলে পাট খাওয়া নিয়ে গন্ডগোল, আহত একাধিক। আহতদের নাম বাক্কার মন্ডল বয়স আনুমানিক ৭২ বছর, শাহিন আক্তার বয়স আনুমানিক পঞ্চান্ন বছর, মনিরুল মন্ডল ও গাফফার মন্ডল। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যার পরে ডোমকল থানার দক্ষিণনগর মাঠপাড়া এলাকায়। মারধরের অভিযোগ প্রতিবেশী সেন্টু সহ জনা কয়েকের বিরুদ্ধে। জানাযায় ইয়ানুল নামে এক ব্যক্তির পাটের জমিতে মনিরুলের ছাগল যাই। তারপরেই ইয়ানুলের পক্ষ নিয়ে গালাগালি শুরু করে সেন্টু সহ জনা কয়েকজন। পরবর্তীতে চরমে পৌছাই ওই দ্বন্দ্ব। তারপরেই শুরু হয় হাতাহাতি, লাঠি সোটা দিয়ে মারধোর করা হয় ছাগল মালিকের পরিবারের লোকজনকে। ঘটনায় আহত হয় একাধিক, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ডোমকল থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আহতদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।