আজিমগঞ্জ এ সুন্দর ভাবে পালোন করা হলো ছট পুজো,, বিশেষত এই ছট পুজো করা হয় সূর্য দেবতা কে নিয়ে,, তিন দিন ধরে এই পুজোর কর্ম চলে,, বিশেষত এই পুজো ও বাঙ্গালীদের সবথেকে বড় পুজো বেশ অনেক কিছু নিয়ম মেনে এই পুজো করা হয়,, প্রথমদিন খান্নার আয়োজন করা হয় দ্বিতীয় দিন বিকেল বেলায় গঙ্গা স্নান করতে যাওয়া হয় এবং পরদিন ভোর বেলায় গঙ্গায় গিয়ে পুজো করা হয় যতক্ষণ অব্দি না সূর্য দেবতা কে দেখা যাচ্ছে তারপর এই পুজোর সমাপ্তি হয়।