ছট পূজা উপলক্ষে সুদানি নদী পরিদর্শন করলেন বিধায়ক, বিডিও ও আই.সি

ছট পূজা উপলক্ষে সুদানি নদী পরিদর্শন করলেন বিধায়ক, বিডিও ও আই.সি

Reported By : মোহাম্মদ জাকারিয়া
৫ই নভেম্বর, রবিবার, ছট পূজা উপলক্ষে সোমবার উত্তর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের দোমোহনায় সুদানি নদীর পরিদর্শন করেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, করণদীঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, করণদিঘী থানার আই. সি পলাশ মোহন্ত, ডালখোলা থানার ওসি দিবেনদু দাস, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আবদুর রহিম, দোমোহনা পঞ্চায়েতের প্রধান, এবং রানিগঞ্জ পঞ্চায়েতের প্রধান।

এ প্রসঙ্গে করনদিঘির এমএলএ বলেন, প্রতিবারের মতো এবারও প্রশাসনের তরফ থেকে রাস্তা ঘাট পরিষ্কার করা হয়েছে, নদীর ধার পরিদর্শন করা হয়েছে, যেই জায়গায় বাঁধ দেওয়ার প্রয়োজনীয়তা ছিল সেখানে বাঁধ নির্মিত হয়েছে। জনসাধারণের সুবিধার্থে সবরকম ব্যবস্থা গৃহীত হয়েছে যাতে প্রত্যেক মানুষ সুষ্ঠু ভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন। কালীপুজা, ছট পূজা সহ উৎসবের দিনগুলিতে সক্রিয় থাকবে প্রশাসন এমনটাই বার্তা দেন করণদীঘির বিধায়ক।

Leave a Reply

error: Content is protected !!