Reported By : মোহাম্মদ জাকারিয়া
৫ই নভেম্বর, রবিবার, ছট পূজা উপলক্ষে সোমবার উত্তর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের দোমোহনায় সুদানি নদীর পরিদর্শন করেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, করণদীঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, করণদিঘী থানার আই. সি পলাশ মোহন্ত, ডালখোলা থানার ওসি দিবেনদু দাস, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আবদুর রহিম, দোমোহনা পঞ্চায়েতের প্রধান, এবং রানিগঞ্জ পঞ্চায়েতের প্রধান।