ছোটো ভাই ও স্ত্রীর মাথায় শাবল বসালো বড়ো ভাই

ছোটো ভাই ও স্ত্রীর মাথায় শাবল বসালো বড়ো ভাই

Reported By:- Masud Rana

ছোটো ভাই ও স্ত্রীর মাথায় শাবল বসালো বড়ো ভাই। ঘটনায় গুরুতর আহতো ছোট ভাই ও তার স্ত্রী। আহতদের নাম লালটু শেখ ও রাবিয়া বিবি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর গোধনপাড়া মাদ্রাসাপাড়া এলাকায়। অভিযোগ ছোট ভাই লালটু শেখের চোখে ধুলো দিয়ে, তার জমি জায়গা লিখে নেই তারই বড় ভাই মজিবর রহমান। সেই কথা আজ বলতে গেলেই বাধে দ্বন্দ্ব। তারপরেই শুরু হয় বিতর্ক, বিতর্ক চরমে উঠতেই লোহার রড, সাবল ও লাঠি সোটা দিয়ে লালটু শেখ ও তার স্ত্রী রাবেয়া বিবির মাথায় আঘাত করা হয়। ঘটনায় গুরুতর আহত হয় স্বামী স্ত্রী দুজনেয়। তারপরেই তাদেরকে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় বড়ো ভাই মজিবর রহমান ও তার ছেলে মেয়ের বিরুদ্ধে অভিযোগ আহতদের। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেন মজিবর রহমানের ছেলে রবিউল শেখ। রুবেলের দাবি, তাকেই আগে সাবল দিয়ে আঘাত করা হয়েছে, নিজের প্রাণ বাঁচাতেই এই ঘটনা।

Leave a Reply

error: Content is protected !!