Skip to content
ছাগল বিক্রি না করায় গুলিতে ঝাঁঝরা হতে হলো ছাগল মালিক

ছাগল বিক্রি না করায় গুলিতে ঝাঁঝরা হতে হলো ছাগল মালিক

জোর করে ছাগল কিনতে চাই তৃণমূলের এক কর্মী, ছাগল বিক্রি না করায় গুলিতে ঝাঁঝরা হতে হলো ছাগল মালিক 55 বছরের আমরুল মন্ডলকে ।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার ডুমুরতলা এলাকায়।
পরিবার সূত্রে জানা যায় ‘আমরুল’ ছাগলের বাচ্চা বিক্রি করছিল তার ভাই নবি মন্ডলের কাছে,
বুধবার রাত্রে সেই ছাগল কেনার দাবি করে পিয়ারুল মন্ডল, সারোয়ার মন্ডল ও রনজিত মন্ডল । তাদের কাছে ছাগল না বিক্রি করাই বিতর্কে জড়িয়ে পড়ে দুই পক্ষই। আজ সকাল আটটা নাগাদ ডুমুরতলা প্রাইমারি স্কুলের কাছেই দুষ্কৃতীরা গুলিতে বুক ঝাঁঝরা করে আমিরুল মন্ডলের। শোকের ছায়া নামে আমরুলের প্রতিবন্ধী স্ত্রী ও সন্তান সহ পরিবারের।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়, পুরো বিষয়টি খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!