Skip to content
ছাত্রের মৃত্যুকে ঘিরে বিক্ষোভে স্তব্ধ নিউটাউন চত্ত্বর

ছাত্রের মৃত্যুকে ঘিরে বিক্ষোভে স্তব্ধ নিউটাউন চত্ত্বর

Reported By : Masud Rana ৩ রা জানুয়ারি, মঙ্গলবার, রাজারহাট নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ে পথ দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুকে ঘিরে বিক্ষোভে স্তব্ধ ছিল নিউটাউন চত্ত্বর। বিক্ষোভরত পড়ুয়াদের বক্তব্য, ঘটনায় বারবারই উঠছে প্রভাবশালী তত্ত্ব। তাদের অভিযোগ, দুর্ঘটনায় জড়িত গাড়িটি চালাচ্ছিলেন কোনও প্রভাবশালী এবং পুলিশ জেনে বুঝেই সেই ব্যক্তিকে আড়াল করছে। এই কারণেই সিসিটিভি ফুটেজও দেখানো হচ্ছে না। এদিকে সিসিটিভি ফুটেজ নিয়ে অন্য বক্তব্য পেশ করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পুলিশ বিক্ষোভকারী ছাত্রদের সুষ্ঠ তদন্তের আশ্বাস দেয়। তবে অবিলম্বে মূল দোষীকে গ্রেফতার করার দাবিতে গতকাল উত্তাল হয় নিউটাউন এলাকা। যদিও ঘটনার সিসিটিভ ফুটেজ দেখাতে পারেনি পুলিশ তবে ঘটনায় জড়িত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই গাড়ির সামনে আবার ‘প্রেস’ লেখা। এদিকে ঘটনায় জড়িত থাকার সন্দেহে বিধাননগর পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করেছে। সোমবার গভীর রাত পর্যন্ত এই তিনজনকে জেরা করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন ম্যানেজার পদমর্যাদার ব্যক্তি, একজন চালক রয়েছেন বলে জানা যায়। তবে দুর্ঘটনার সময় স্টিয়ারিংয়ের পিছনে কে ছিলেন, তা এখনও খোলসা করে বলেনি পুলিশ যা নিয়ে ক্ষোভ বেড়েছে প্রতিবাদী ছাত্রদের মধ্যে।

Leave a Reply

error: Content is protected !!