Reported By: News Desk
ফরাক্কা ব্লক ছাত্র পরিষদের সভাপতি ঘোষণা করা হ’ল দলের সক্রিয় কর্মী বাপন ঘোষকে। বৃহস্পতিবার বহরমপুরে জেলা ছাত্র পরিষদ কার্যালয় থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র পরিষদের একাধিক নেতৃত্ব সহ দলীয় কর্মীরা। বর্তমানে রাজ্য জুড়ে তৃণমূলের নৈরাজ্য রুখতে সর্বত্র তৎপর রয়েছে কংগ্রেস তথা ছাত্র পরিষদ। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে যে অরাজকতা সৃষ্টি করেছে তৃনমুল ছাত্র পরিষদ, সেই অরাজকতা রুখতে নতুন ভাবে ছাত্র পরিষদের ব্লক সভাপতি নির্বাচন করা হচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন- মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ নেতৃত্ব।