বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান নির্বাচনী প্রচার সারেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বোরগাছি সেবাব্রত আশ্রমের মাঠে। এদিন আশ্রমের মাঠে উপস্থিত হন প্রার্থী ইউসুফ পাঠান, তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার, বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়গোপাল মুখার্জি, বেলডাঙ্গা বিধায়ক হাসানুজ্জামান রেজিনগর বিধায়ক রবিউল আলম চৌধুরী সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা। এদিন সভামঞ্চ থেকে ইউসুফ পাঠান সাধারণ মানুষকে ভোট দেবার আবেদন জানান। হোলির অগ্রিম শুভেচ্ছা ও তিনি জানিয়েছেন।