ছেলেকে খুন করে আত্মঘাতী হল বাবা

ছেলেকে খুন করে আত্মঘাতী হল বাবা

Reported By:- Binoy Roy

গভীর রাতে বাড়ির সামনে একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বাবা ও ছেলের মৃতদেহ। শনিবার রাতে বহরমপুর থানার রানীবাগান এলাকার ঘটনা। খবর জানাজানি হতেই মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে- ঘটনায় মৃত কারন্য চক্রবর্তী নামে আট বছর বয়সী ওই শিশুটি মানসিক ভারসাম্যহীন ছিলো। শনিবার রাতে ওই শিশুর বাবা কার্তিক চক্রবর্তী দেরি করে বাড়ি ফেরায় স্ত্রীর সাথে বিবাদ বাধে। এরপর গভীর রাতে বাড়ি সংলগ্ন গাছ থেকে উদ্ধার হয় বাবা ও ছেলের মৃতদেহ। মানসিক অবসাদের জেরে ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছে বাবা এমনটাই অনুমান পরিবার সদস্যদের। ঘটনার পর পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় বহরমপুর থানার পুলিশ। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নামে পরিবার সহ ওই এলাকায়।

Leave a Reply

error: Content is protected !!