টলিউডের বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের তালিকায় কৌশানি মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) একটি উল্লেখযোগ্য নাম। নিজের রূপের জেল্লায় যেমন তিনি যেমন ঘায়েল করেন দর্শকদের, তেমনই আবার তার অভিনয় মন জয় করে আট থেকে আশি কমবেশি সকলেরই। তবে ফিল্মি জীবন ছাড়াও এই অভিনেত্রীর বাস্তবিক জীবন নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল থাকে চিরকাল। কাছের মানুষ বনি সেনগুপ্তর (Bonny Sengupta) সঙ্গে পর্দার বাইরে জুটি বেঁধে বরাবর চর্চায় থাকেন অভিনেত্রী। তবে সেই কাছের মানুষ এখন তদন্ত ও জেরার মুখে জেরবার। আর এর মাঝেই ভক্তদের এক নতুন চমক দিলেন অভিনেত্রী।