REPORTED BY:-MASUD RANA
জঙ্গিপুর পৌরসভার 21 টি ওয়ার্ডের পৌর নির্বাচন হয়েছিল সেই পৌর নির্বাচনের আজ 21 জন কাউন্সিলর এসডিও অফিসে শপথ গ্রহণের পর জঙ্গিপুর পৌরসভা এসে 17 জন কাউন্সিলর কে সংবর্ধনা দিলেন পৌরসভার পক্ষ থেকে এবং জঙ্গিপুর পৌরসভার পৌর প্রধান হলেন মফিজুর ইসলাম এবং উপ পৌর পিতা হলেন সন্তোষ চৌধুরী তাছাড়াও সিপিএমের তিনজন কাউন্সিলর এবং কংগ্রেসের একজন কাউন্সিলর তারা অনুপস্থিত ছিলেন
