জঙ্গিপুর পৌরসভার শাসকদলের উপরে একাধিক অভিযোগ উঠে আসছে এবারে অভিযোগ উঠে এলো জঙ্গিপুর পৌরসভার 12 নাম্বার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন 12 নাম্বার ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী প্রণব সরকার এবং কংগ্রেস প্রার্থী মোহন মাহাতো। এইদিন জঙ্গিপুর পৌরসভার 12 নাম্বার ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সিপিআইএম এবং কংগ্রেস । সিপিআইএমের জেলা পরিষদের সদস্য বলেন জঙ্গিপুর পৌরসভার শাসক দল সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে এবং জঙ্গিপুর পৌরসভা বিভিন্ন প্রার্থীদের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন সিপিআইএম নেতা সোমনাথ সিংহ রায়। আসুন আমরা শুনে নেব তাদের মুখ থেকে কি বলেন।এই ঘটনায় জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ বাম কংগ্রেসের যৌথভাবে।