Reported By:- MASUD RANA
রাত পোহালে শুরু হবে ভোটদান পর্ব। আর তার আগেই শনিবার সকাল থেকে বিভিন্ন জায়গার পাশাপাশি জঙ্গিপুর SDO অফিসে DCRC তে চলছে ভোট কর্মীদের তত্পরতা।সকাল থেকে ভোট কর্মী নিজস্ব কাগজ পত্রে সেড়ে নিয়ে ই ভি এম নিয়ে বিভিন্ন বুথের দিকে রওনা দিলেন। জঙ্গীপুর এস ডি অফিসে ডি সি আর সি তে জঙ্গিপুর ও ধুলিয়ানের ভোট কর্মীরা তাদের ইভিএম ও অন্যান্য যাবতীয় সরঞ্জাম সংগ্রহ করেন। সেখান থেকে বুথের উদ্দেশ্যেই রওনা দেন।