জঙ্গি সন্দেহে দুই ধৃত, তল্লাশি চলছে মুর্শিদাবাদে

জঙ্গি সন্দেহে দুই ধৃত, তল্লাশি চলছে মুর্শিদাবাদে

কেরল থেকে ধৃত সাদ রাদি ওরফে শাব শেখের সূত্র ধরে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার নওদা থানার দুর্লভপুরের গলিপাড়া থেকে সাজিবুল ইসলাম ও নওদা থানার দুর্লভপুরের ভোলা গ্রাম থেকে মুস্তাকিম মণ্ডলকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও বিভিন্ন প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত সাজিবুল ইসলামের সম্পর্কে সাদ রাদি'র পিসতুতো ভাই। ঘটনার সময় সাজিবুল পরিবারিক কারণে নিজের বাড়িতে উপস্থিত ছিলেন না। ১৫ দিন আগে তাঁর স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেন এবং সেই নবজাতককে দেখতে তিনি দূরবর্তী শ্বশুরবাড়িতে ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত সাজিবুল ও মুস্তাকিম নওদা থানাতেই আটক ছিল। পরে, অসম এসটিএফের কুইক রেসপন্স টিম তাদের বহরমপুরে মুর্শিদাবাদ সিজেএম আদালতে নিয়ে আসে। আদালতের সূত্রে জানা যায়, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা'র সন্ত্রাসী আইনের 113 ধারার বিভিন্ন উপধারায় এবং 61(2) ধারায় মামলা হয়েছে। জঙ্গি সন্দেহে গ্রেফতার দুই যুবককে আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপর অসম এসটিএফ ধৃতদের নিয়ে অসমের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে, বর্ষশেষের উৎসবকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সচেষ্ট রয়েছে। মুর্শিদাবাদ থানার পুলিশ বিভিন্ন হোটেলে তল্লাশি চালাচ্ছে এবং পূর্ব রেলের শিয়ালদহ-লালগোলা শাখার মুর্শিদাবাদ স্টেশনেও নজরদারি অব্যাহত রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!