Skip to content
জঙ্গীপুর পুলিশ তথা সাগরদিঘী থানা এবং উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে সুন্দরবনে ত্রাণ বিলি

জঙ্গীপুর পুলিশ তথা সাগরদিঘী থানা এবং উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে সুন্দরবনে ত্রাণ বিলি

জঙ্গীপুর পুলিশ জেলার তথা সাগরদিঘী থানা এবং সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে সুন্দরবন এলাকায় ত্রাণ বিলি

ইয়াসের তান্ডবে কেড়ে নিয়েছে বহু মানুষের মাথাগোজা ঠাঁই, অনেক বাড়ি জলের তলায়, ভেঙেছে অনেক নদীনালার বাঁধ ক্ষতিগ্রস্ত বহু এলাকাবাসী।

জঙ্গিপুর পুলিশ জেলার তথা সাগরদিঘী থানা ও সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং সুন্দরবন কোস্টাল থানার ব্যবস্থাপনায়
সুন্দরবনের গোবিন্দপুর এলাকায় ভয়াবহ ইয়াসের তান্ডবে ২০০ শো ক্ষতিগ্রস্থ মানুষদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলো ট্রাস্টের সদস্যরা।
ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন কিছু দিন আগে আমরা
পূর্ব মেদিনীপুর এলাকায় ত্রাণ নিয়ে গিয়েছিলাম সেখানে ২০০ শো ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ বিলি করেছি, সে মোতাবেক আমরা আবারও এসেছি সুন্দরবন এলাকায়, এবং এখানেও আমরা ২০০ শো মানুষদের হাতে ত্রাণ বিলি করলাম। কিছু শুকনো খাবার তুলেদিতে পেরে সত্যি আমরা আপ্লুত। আমরা যেন সবসময় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এভাবেই থাকতে পারি এই আশা রাখছি। সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে সুচারুরূপে শুকনো খাবার তুলেদেন। খাবার পেয়ে স্থানীয় এলাকাবাসীরা ট্রাস্টের সদস্যদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Leave a Reply

error: Content is protected !!