Reported By : Binay Roy
২৯ শে আগস্ট, মঙ্গলবার, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন ইন্দ্রজিৎ ধর।জানা যায়, মুর্শিদাবাদ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ললিতা দাস নন্দী কে ১৪ ই জুন অনাস্থা প্রস্তাব এনে গত ১১ই জুলাই ললিতা দাস নন্দিকে অপসারণ করে তৃনমূল কাউন্সিলরদের একাংশ।গত ১৭ জুলাই আস্থা ভোটে চেয়ারম্যান হয় ইন্দ্রজিৎ ধর।অনাস্থা ভোটের বিরুদ্ধে প্রাক্তন চেয়ারম্যান ললিতা দাস নন্দী হাই কোর্টের দ্বারস্থ হয়।সেই সমস্ত জটিলতা কাটিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করে ইন্দ্রজিৎ ধর।