জোট কর্মীর হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, আহতের নাম মোস্তফা শেখ, বয়স ৫০ বছর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অম্বরপুর এলাকায়। তৃণমূল কর্মী মোস্তফা শেখ বলেন, মাঠে যেতেই জোট সমর্থিত পাঁচজন ব্যক্তি এসে আক্রমণ করে তাকে। তারপরেই পরিবারের লোকজন উদ্ধার করে তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে, বর্তমানে সেখানে চিকিৎসাধীন। তবে আক্রান্ত ওই মোস্তফা শেখ জানান, অভিযুক্তরাও একসময় তৃণমূল দল করতেন, কিন্তু লোকসভায় জোটের হয়ে ভোট করেছে তারা, যদিও পুরো অভিযোগ অস্বীকার করে ডোমকল কংগ্রেসের টাউন সভাপতি প্রদীপ কুমার চাকি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।