Reported By : Binay Roy
৬ ই নভেম্বর, রবিবার, বহরমপুরে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার বিরুদ্ধে মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে বহরমপুর টেকস্টাইল কলেজ মোড়ে ওই জনসভা হয়। উক্ত জনসভায় জেলা পরিষদের সভাপতি সামসুজোহা বিশ্বাস, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চৌধুরী, খাদ্যপ্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা, মুর্শিদাবাদ তৃণমূল জেলা সভাপতি শাওনি সিংহ রায় সহ একাধিক বিধায়ক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের জনসভা থেকে ফিরহাদ হাকিম একযোগে কেন্দ্র সরকার ও বহরমপুর সাংসদ অধীর চৌধুরীকে তীব্র ভর্ৎসনা ও আক্রমণ করেন।
এরপর তিনি বলেন, ডেঙ্গু বেড়েছে। তার জন্য সরকার পদক্ষেপও নিয়েছে। কিন্তু কিছু মানুষের অসচেতনতা বাড়িয়ে দিচ্ছে ডেঙ্গির মশা। তাই ডেঙ্গি কমাতে গেলে সচেতন হতে হবে মানুষকে।