Reported By : News Desk
৪ ঠা মে, বৃহস্পতিবার, বহরমপুর কাদাই এলাকায় বসতি এলাকা সংলগ্ন পুরোনো হাসপাতালের মোড়ে 'সান্ধ্য ছায়া' নামে একটি মিলন স্থল করা হল। জনহিতকর কাজের জন্য নতুন ছায়ার শুভ সূচনা হল। 'সান্ধ্য ছায়া' নামক সংঘের উদ্বোধন হল বুধবার সন্ধ্যায়। সমাজ সেবী সঞ্জয় ভকত, মহিবুর রহমান, বাবর আলী, বাবলু ঘোষ, বিশ্বনাথ দাস, দেবা ঘোষ, প্রশান্ত, উদয় এদের সকলের উদ্যোগে একটি স্থান বসার উপযোগী করে তোলা হয়। এতদিন সমাজসেবকরা নামবিহীন এবং নির্দিষ্ট স্থান ছাড়া নানান কাজ করেছেন। তবে এবারে সান্ধ্য ছায়া নামে একটি স্থান করে সেখান থেকেই ওনারা ওনাদের পরবর্তী কাজগুলি করবেন এমনটা জানালেন। উদ্বোধন করলেন কলকাতার নগরীর একজন সমাজসেবক অভিক চ্যাটার্জী। জানালেন, খুব ভালো লাগলো এমন একটা উদ্যোগে সামিল হতে পেরে। সেই সঙ্গে উদ্বোধনের পর বেশ কিছু দুঃস্থদের হাতে নতুন বস্ত্রও তুলে দেওয়া হল।