Skip to content
জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার ! তাও কোনো হুশ নেই এলাকার নেতাদের

জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার ! তাও কোনো হুশ নেই এলাকার নেতাদের

Reported By:- Masud Rana

দুই গ্রামের মধ্যে যোগাযোগের একমাত্র ভরসা বাঁশের সাঁকো আর সেই বাঁশের সাকুর ও বেহাল দশা এমনই চিত্র দেখা গেল মুর্শিদাবাদের জলঙ্গী থানার জাচ্ছিদাম ও সাহেব রামপুর যাওয়ার একমাত্র যোগাযোগের ব্যবস্থা ওই বাঁশের সাঁকো দীর্ঘ কয়েক বছর ধরে বাসের সাকুর উপর দিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে বাইক চালক থেকে সাইকেল সমস্ত মানুষকেই একজনের বেশি ওই বাসের সাঁকোর উপর দিয়ে যাওয়া যায় না আর এতেই সমস্যায় পড়ছেন ওই এলাকার মানুষজন কবে হবে আদেও ঠিক ওই এলাকায় ভোটের সময় প্রতিশ্রুতি মিললেও প্রতিশ্রুতি কার্যকারিতা হয় না বলেই দাবি এলাকার মানুষজনের।

Leave a Reply

error: Content is protected !!