জমা জল কাদার সমস্যায় জর্জরিত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ – G Tv { Go Fast Go Together)
জমা জল কাদার সমস্যায় জর্জরিত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ

জমা জল কাদার সমস্যায় জর্জরিত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ

 

জলে ডোবা অঞ্চলের মানুষের বিক্ষোভের মুখে পড়তে হলো কামাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা এবং পৌর প্রশাসক মন্ডলীর সদস্য বিমল সাহা কে এবং দু’জনকেই বিক্ষোভকারীরা দীর্ঘদিন ধরে জমে থাকা পচা জলের মধ্যে হাটিয়ে এলাকার পরিস্থিতি দেখালেন এলাকার মানুষ ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণ পল্লী অল্প বৃষ্টি হলেই এই পাড়া মানুষ জল বন্দি হয়ে পড়ে প্রায় এই পাড়াতে একশ থেকে দেড়শ উপরে পরিবার বসবাস করে অনেক অনেকগুলো বহুতল আছে কয়েকদিন আগে যে ভারী বৃষ্টি হয় এবং গত কাল যে বৃষ্টি হয় সেই জলে এলাকায় ভরে রয়েছে আগে যে জল ছিল তার থেকে কিছুটা কমলেও কিন্তু এখনো জল নামেনি অঞ্চল থেকে ড্রেনের পাক এবং পচা গলা জলে মাটি ভর্তি রাস্তায় এর ফলে এলাকার মানুষ শিশুরা অসুস্থ হয়ে পড়ছে বাধ্য হয়েই আজকে এলাকার মানুষরা মহিলা থেকে বৃদ্ধ থেকে শিশু থেকে মাঝ বয়সী সকলেই নেমে পড়েছে রাস্তায় ফিডার রোড দীর্ঘক্ষন অবরোধ চলে এই অবরোধের ফলে রাস্তায় জ্যাম জট তৈরি হয় তার ফলে রথ তলা মোড়ে এর প্রভাব পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা এবং পৌর প্রশাসক মন্ডলীর সদস্য বিমল সাহা দুজনকে ঘিরে এলাকার মানুষ বিক্ষোভ তারপরে তাদেরকে এলাকার মানুষ চাপ দিতে থাকে আমরা কি অবস্থায় আছি জল কতটা রয়েছে এবং কাদা এরমধ্যে মানুষ থাকতে পারে কিনা আপনাদের রাস্তায় হেঁটে দেখতে হবে এলাকা ঘুরে তারপরে বাধ্য হয়ে পৌর প্রশাসক এবং পৌর প্রশাসক মন্ডলীর সদস্য দুজনে মিলে এলাকার মধ্যে যায় সেই পচা গলা জলের মধ্যে দিয়েই অঞ্চল শ্রীকৃষ্ণ পল্লী ঘুরে দেখেন এবং তাদের সাথে নিয়ে আসে পৌরসভার আধিকারিকদের তাদেরকে ঘুরে দেখান যত তাড়াতাড়ি সম্ভব ড্রেন পরিস্কার করে জল নামার ব্যবস্থা করতে বলেন এবং এর সাথে বেলঘড়িয়া থানার বিরাট পুলিশ বাহিনী আসে পৌর প্রশাসক পৌর প্রশাসক মন্ডলীর সদস্য এবং পৌর আধিকারিকদের সাথে এলাকার মানুষ দীর্ঘক্ষণ কথা বলার পর এই বিক্ষোভ ওঠে এই বিক্ষোভের ফলেই বোঝা যায় যে উন্নয়ন কতটা হয়েছে রাস্তা যেরকম বিড়াল অল্প বৃষ্টিতেই সেরকম বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে থাকে দীর্ঘদিন ধরে শুধু মুখেই চলছে উন্নয়নের কাজ আর নীল সাদা রং করা এবং বিজ্ঞাপন আর শুধু ফলক লাগানো এটাই হচ্ছে আসল উন্নয়ন দীর্ঘ 10 বছর ধরে এই অঞ্চলের মানুষ এই ভাবেই জলবন্দী হয়ে থাকতে হয় দীর্ঘদিনের ক্ষিপ্ততা আজ তার বহিপ্রকাশ ঘটল এখন দেখার পৌর প্রশাসন কতটা উদ্যোগী হয় এই জল নিকাশের ব্যাপারে

Leave a Reply

Translate »
Call Now Button