জমিজমা নিয়ে গন্ডগোলের জেরে মৃত্যু এক ব্যক্তির

জমিজমা নিয়ে গন্ডগোলের জেরে মৃত্যু এক ব্যক্তির

Reported By : Masud Rana
১৫ ই সেপ্টেম্বর, শুক্রবার, চারমাস আগে সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়া এলাকায় জমিজমা নিয়ে গন্ডগোলের জেরে পাইলট সেখের মৃত্যু হয়েছিল। তারপর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়। বেশ কয়েকজনের জেল হেফাজত হয়। অনেকেই জামিন পেয়েছেন। তারাই জেল থেকে ছাড়া পেয়ে পাইলট সেখের পরিবারের সদস্যদের কেশ তুলে নেওয়ার জন্য চাপ,হুমকি এবং মিমাংসা করার ভয় দেখাচ্ছে বলে জানান পাইলট সেখের দাদা আলমগীর মন্ডল। গতকাল রাতে মৃত পাইলট সেখের বাড়িতে ছয় থেকে সাতটি বোমা মারার অভিযোগ উঠেছে। ঘটনায় বাড়ির লোহার গেট দুমড়ে মুচড়ে গিয়েছে। পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। পাইলট সেখের খুনের অভিযোগে যারা জেলে ছিল তারাই জামিন পেয়ে মিমাংসা করার প্রস্তাব দেয়। কিন্তু পাইলট সেখের পরিবার মিমাংসা করার করতে চাননি। এরপর সেই রাগে অভিযুক্তরা রাতের অন্ধকারে এলোপাথাড়ি বোমা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন পাইলট সেখের স্ত্রী সহ পরিবারের সদস্যরা। পাইলট সেখের দাদা আলমগীর মন্ডল বলেন,ওরা আমার এক ভাইকে মেরে ফেলল। আবার আমাদের মেরে ফেলার জন্য রাতে বাড়িতে বোমা চালিয়েছে। তারপর এখনো ভয় দেখাচ্ছে। কেশ তুলে নেওয়ার জন্য ভয় দেখাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। রাত হলেই আমরা পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা পাচ্ছি না।

Leave a Reply

error: Content is protected !!