সাগরপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে ঘটে একটি মারাত্মক ঘটনা। ধনিরামপুর কান্দিপাড়া এলাকায় রবিউল সেখ ওরফে রবিন নামের এক যুবক হাঁসুয়ার কোপে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রথমে তাঁকে সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিউল সেখ ও তাঁর কাকা নাহারুল ইসলাম নতুন বাড়িতে বাঁশের খুঁটি পোঁতার কাজ করছিলেন। এই সময় জমি নিয়ে তর্কাতর্কির জেরে ইমরান আলী ও আমজাদ আলী হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, শাবল এবং হাসুয়া নিয়ে রবিউলের ওপর আক্রমণ করে।
এছাড়াও, হামলায় নাহারুল ইসলাম এবং তাঁর স্ত্রী সাহিনা বিবিও মারধরের শিকার হন। স্থানীয়রা এ ঘটনা জানার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে। ঘটনা তদন্তে সাগরপাড়া থানার পুলিশ তৎপর হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
নাহারুল ইসলাম দাবি করেছেন, বাড়ি তৈরির জন্য সংরক্ষিত নগদ দেড় লক্ষ টাকা এবং অন্যান্য সামগ্রীও লুট করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তাঁদের বাড়িতে তালা ঝোলানো ছিল। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই ধরনের সহিংসতার বিরুদ্ধে প্রচণ্ড প্রতিক্রিয়া তৈরি হয়েছে।