Reported By : Masud Rana
৭ ই জানুয়ারি, শনিবার, লালবাগ নাকুড়তলা মোড়ের পাশেই একটি জমি জবরদখল করছিল জমি মাফিয়ারা। পঞ্চানন পাল নামের এক ব্যক্তি জমিটি ৯৯ বছরের জন্য পাট্টা স্বরূপ লিজ দিয়েছিল। ওই জমিটি খাস জমি হওয়ায় সেটি জমি মাফিয়ারা জবরদখল করতে চাইছিল বলেই অভিযোগ। দীর্ঘ ৫২ বছর ধরে সেখানে বসবাস করছে সঞ্জিত দত্ত এবং তার পরিবার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে কিছু জমি মাফিয়া তার ঘরবাড়ি ভেঙে দেয় এবং সেখানে জমি জবরদখল করতে যায়। তখন সঞ্জিত দত্ত স্থানীয় নাকুড়তলা সার্বজনীন দুর্গাপুজো কমিটিকে জমিটি দান করে দেন। আজ শনিবার জমি জবরদখল করতে আসলে স্থানীয় মানুষজন জবরদখল রুখে সেখানে মন্দির তৈরির কাজ শুরু করে।